FacebookMySpaceTwitterDiggDeliciousStumbleuponGoogle BookmarksRedditNewsvineTechnoratiLinkedinMixxRSS Feed

ইবিতে “বি” ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার ১৬ জানুয়ারি

ইবিতে “বি” ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার ১৬ জানুয়ারিইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষবর্ষের ১ম বর্ষ স্মাতক (সম্মান) শ্রেণিতে “বি” ইউনিটে ভর্তি পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় শিফ্টের অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সকাল ৯টা হতে অনুষদ ভবনস্থ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে যথাক্রমে ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ফোকলোর স্টাডিজ বিভাগের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১ম শিফট : ১৫৫ তম হতে ৩০৮ তম পর্যন্ত, ২য় শিফট : ১৫৪ তম হতে ৩০৬ তম পর্যন্ত এবং ৩য় শিফট : ৩৪ তম হতে ৬৬ তম পর্যন্ত এ সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে।