FacebookMySpaceTwitterDiggDeliciousStumbleuponGoogle BookmarksRedditNewsvineTechnoratiLinkedinMixxRSS Feed

ঢাকা বিশ্ববিদ্যালয়

রমনা,ঢাকা-১000

ফোন: ০২-৯৬৬১৯০০-১৯, ০২-৯৬৬১৯২০-৫৯/ ফ্যাক্স: ৯৬৬৭২২২

ওয়েব সাইট

 

ভর্তি পরীক্ষা ২০১৭-১৮

সার্কুলার/নোটিশ অনলাইন আবেদন প্রবেশপত্র  ডাউনলোড সিট প্লান রেজাল্ট ভর্তির তথ্য


পরিচিতি: 

১৯১২ সালের ৩১ জানুয়ারী ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় এলে নবাব স্যার সলিমুল্লাহ, নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পূর্ববঙ্গের মুসলমানদের জন্য এ অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান। লর্ড হার্ডিঞ্জ এ দাবীর যৌক্তিকতা অনুভব করে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।

১৯২০ সালের ২৩ মার্চ গভর্নর জেনারেল কর্তৃক “দি ইউনিভার্সিটি এ্যাক্ট” অনুমোদন লাভ করে। এর আওতায় ঢাকায় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হয়। এই আইনের বলে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চায় সমগ্র দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ দেশের ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, স্বৈরশাসন বিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে। শুধু শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয় বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে এই বিশ্ববিদ্যালয় সাফল্যের স্বাক্ষর রেখেছে। শিক্ষা বিস্তারের প্রায় সকল শাখায় উক্ত বিশ্ববিদ্যালয়ের পদচারণা এবং উজ্জ্বল উপস্থিতি প্রনিধানযোগ্য।

 

ক ইউনিট - বিজ্ঞান অনুষদ

বিজ্ঞান অনুষদ 

পদার্থবিজ্ঞান বিভাগ 

গণিত বিভাগ 

রসায়ন বিভাগ 

পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান বিভাগ 

তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ 

 

জীববিজ্ঞান অনুষদ

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ

উদ্ভিদবিজ্ঞান বিভাগ

প্রাণিবিদ্যা বিভাগ

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ

অনুজীব বিজ্ঞান বিভাগ

মনোবিজ্ঞান বিভাগ

মৎস্য বিজ্ঞান বিভাগ

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ

জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ

ফার্মেসী অনুষদ

ফার্মেসী বিভাগ

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ

ভূগোল ও পরিবেশ বিভাগ

ভূতত্ব বিভাগ

সমুদ্রবিজ্ঞান

দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা

ইঞ্জিনিয়ারিং এন্ড টোকনোলজী অনুষদ

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ

ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ

রোবটিক্স এন্ড  মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ

পরিসংখ্যান গবেষনা ও শিক্ষণ ইন্সটিটিউট অনুষদ
ফলিত পরিসংখ্যান

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান

তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইন্সটিটিউট

লেদার ইঞ্জিনিয়ারিং

ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং

লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং

  

খ ইউনিট - মানবিক অনুষদ

 খ ইউনিটভুক্ত বিভাগসমূহ:

ক. কলা অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ : ১. বাংলা ২. ইংরেজি ৩. আরবী ৪. ফারসি ভাষা ও সাহিত্য ৫. উর্দু ৬. সংস্কৃত ৭. পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ ৮. ইতিহাস ৯. দর্শন ১০. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১১. ইসলামিক স্টাডিজ ১২. তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা ১৩. ভাষাবিজ্ঞান ১৪. থিয়েটার এন্ড পারফরমেনস স্টাডিজ ১৫. সংগীত ১৬. বিশ্বধর্ম ও সংস্কৃতি ১৭. নৃত্যকলা।

খ. সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ : ১. অর্থনীতি ২. রাষ্ট্রবিজ্ঞান ৩. নৃবিজ্ঞান ৪. গণযোগাযোগ ও সাংবাদিকতা ৫. সমাজবিজ্ঞান ৬. লোক প্রশাসন ৭. আন্তর্জাতিক সম্পর্ক ৮. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ৯. উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ ১০. উন্নয়ন অধ্যয়ন ১১. পপুলেশন সায়েন্সেস ১২. টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন ১৩. ক্রিমিনোলজি ১৪. কমিউনিকেশন ডিজঅর্ডারস 

গ. আইন অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ : আইন
ঘ. আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ : ভূগোল ও পরিবেশ
ঙ. জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ : মনোবিজ্ঞান
চ. সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট : সমাজকল্যাণ
ছ. স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট : স্বাস্থ্য অর্থনীতি
জ. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট : শিক্ষা (বি.এড.)
ঝ. ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ- ভালনারাবিলিটি স্টাডিজ: ডিজাস্টার ম্যানেজমেন্ট এ- ভালনারাবিলিটি স্টাডিজ

 

গ ইউনিট - ব্যবসায় অনুষদ

আসনসমূহ:
ব্যবস্থাপনা ১৮০ টি
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স ১৮০ টি
মার্কেটিং ১৮০ টি
ফিন্যান্স ১৮০ টি
ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ১৮০ টি
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স ১৮০ টি
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ১৮০ টি
ইন্টারন্যাশনাল বিজনেস ১৮০ টি
সর্বমোট = ১১৭০ টি আসন

 

ভর্তি পরিক্ষার নম্বর বন্টন:
ক. ব্যবসায় শিক্ষা

 

বাংলা (আবশ্যিক) (২০*১.২০) ২৪
ইংরেজি (আবশ্যিক) (২০*১.২০) ২৪
হিসাববিজ্ঞান (আবশ্যিক) (২০*১.২০) ২৪
ম্যানেজমেন্ট (আবশ্যিক) (২০*১.২০) ২৪
মার্কেটিং অথবা ফিন্যান্স (আবশ্যিক) (২০*১.২০) ২৪
মোট: = ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

খ. A Level

English (Compulsory)     (25´1.20)               30

Advanced English (Compulsory)   (25´1.20)  30

Business Studies*                  (25´1.20)       30

Accounting*                       (25´1.20)          30

Economics*                       (25´1.20)          30

                                        Total              =120

 

ঘ ইউনিট - বিভাগ পরিবর্তন অনুষদ

ভর্তিযোগ্য বিভাগ :
কলা অনুষদ : বাংলা, ইংরেজী, আরবী, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ, সংগীত, নৃত্যকলা, ভাষাবিজ্ঞান এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি।


সামাজিক বিজ্ঞান অনুষদ: অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, পপুলেশন সায়েন্সেস, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন, μিমিনোলজি এবং যোগাযোগ বৈকল্য।


বিজনেস স্টাডিজ অনুষদ: ম্যানেজমেন্ট, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ইন্টারন্যাশনাল বিজনেস এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ।

বিজ্ঞান অনুষদ: গণিত এবং পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান।
জীব বিজ্ঞান অনুষদ: মনোবিজ্ঞান।
আইন অনুষদ: আইন।
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ: ভূগোল ও পরিবেশ।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট: সমাজকল্যাণ।
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট: স্বাস্থ্য অর্থনীতি।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট: ব্যাচেলর অব এডুকেশন।
ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ : ব্যাচেলর অব ডিজাস্টার ম্যানেজমেন্ট

 

 

ভর্তি পরীক্ষা :
ক. সকল প্রার্থীকে নিম্নবর্ণিত বিষয়সমূহে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মোট নম্বর হবে ১২০।

বিষয় ভিত্তিক নম্বর
ক. বাংলা, বিকল্প হিসেবে Advanced English (for A-Level passed candidates)  ৩০
খ. ইংরেজী ৩০
গ. সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) ৩০
ঘ. সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) ৩০
* যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েনি কেবল তারাই Advanced English  উত্তর দিবে।

খ. ভর্তি পরীক্ষা Multiple Choice of Questions (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময় হবে ১ ঘন্টা এবং ১২০ নম্বরের জন্য সর্বমোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান ১.২।
গ. ভর্তি পরীক্ষার রোল নম্বর, ক্রমিক নম্বর ও  Group উত্তরপত্রে উল্লেখ করে বৃত্ত ভরাট না করলে বা ভুল লিখলে বা ঘষামাজা করলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে। এ ব্যাপারে পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণ করা হবে না। উত্তরপত্রে তিনটি Group উল্লেখ থাকবে Arts, Science, Business  এর যেটি আপনার Group সেটি পূরণ করতে হবে। অন্যান্য Group থাকলে এই তিনটি মধ্যে আপনার কোন Group হবে সেটি আগে জেনে নিতে হবে।

 

চ ইউনিট - চারুকলা অনুষদ

অনুষদের ৮ টি বিভাগের জন্য মোট আসন সংখ্যা ১৩৫:
১. অঙ্কন ও চিত্রায়ণ-৩০
২. গ্রাফিক ডিজাইন-২৫
৩. প্রিন্টমেকিং-১২
৪. প্রাচ্যকলা-১৫
৫. মৃৎশিল্প-১০
৬. ভাস্কর্য-১০
৭. কারুশিল্প-১৫
৮. শিল্পকলার ইতিহাস-১৮

 


 

 


ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক:

ক- ইউনিট প্রশ্ন ২০১৭

খ- ইউনিট প্রশ্ন ২০১৭

গ- ইউনিট প্রশ্ন ২০১৭    গ- ইউনিট প্রশ্ন ২০১৭ (Solution)

ঘ- ইউনিট প্রশ্ন ২০১৭

ই- ইউনিট প্রশ্ন ২০১৭