মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় শালিখা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শালিখা আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল কক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম বাতেন।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম।
মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন জেলা ক্রীড়া সংস্থার কোচ ও ডিএফএ’র সাধারণ সম্পাদক ইউনুস আলী।