স্টাফ রিপোর্টার: ইন্টার্যাক্ট ক্লাব অব মিরপুরের ৩য় প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২০ ভার্চয়াল যুব সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রম চেযারম্যান ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আদিবা আজম মাটি কেক কেটে চার্টার ডে কর্মসূচি উদ্বোধন করেন। এ উপলক্ষে ক্লাবটি যুব ও কিশোর উন্নয়নের জন্য `Be the Youth Icon for Bangladesh’ শীর্ষক সেমিনার আয়োজন করে।
সেমিনারে রিসোর্স পারসন ছিলেন ইউথ সেন্টার এর ফাউন্ডার ও সিইও হাসান আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টার্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ প্রতিনিধি (ডিআইআর) সায়েম শিহাব, ইন্টার্যাক্ট জেলা ৩২৮০ বাংলাদেশ প্রতিনিধি (২০১২-১৩) পিডিআইআর অপু রায়হান, ইন্টার্যাক্ট জেলা ৩২৮২ বাংলাদেশ প্রতিনিধি (২০১৩-১৪) পিডিআইআর সাদ্দাম হোসেন রনি, ইন্টার্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ প্রতিনিধি (২০১৮-১৯) পিডিআইআর আব্দুল্লাহ আল ফাহাদ, প্রাক্তন জেলা সচিব মুনতাসীর নাভিদ, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সভাপতি মো. তরিকুল ইসলাম, ইন্টার্যাক্ট ক্লাব অব যশোরের চার্টার প্রেসিডেন্ট সামিউল আজম, ইন্টার্যাক্ট ক্লাব অব ঢাকা আরবানার সচিব ওয়াকিল ইসলাম নাফি, ইন্টার্যাক্ট ক্লাব অব দিয়াবাড়ি উত্তরা মডেল হাই স্কুলের প্রাক্তন সভাপতি নাদিম ও ইন্টার্যাক্ট ক্লাব অব যশোরের যুগ্ম-সচিব তাহসিন মিতি। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ইন্টার্যাক্ট ক্লাব অব মিরপুরের সভাপতি আদিত্য আজম মাহি। ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচিত সভাপতি মামুনুর রশিদ মাহিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্যাক্ট ক্লাব অব মিরপুরের প্রতিষ্ঠাতা সচিব আরিফা আলতাফ এশা, সহ সভাপতি সাদমান সারার, সচিব তানজিম আহমেদ, যুগ্ম সচিব তাসনিম আহমেদ তাজিয়া, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নীলা, ক্লাব সেবা পরিচালক হুমায়রা রশিদ ছোঁয়া, সমাজসেবা পরিচালক সাবিকুল হাসান, আন্তর্জাতিক সেবা পরিচালক রোদেসী অদ্বিতীয়া পৃথিবী, পেশা উন্নয়ন সেবা পরিচালক রাকিবুল হাসান দীপ্ত, সম্পাদক নওরীন খান জেরিন, যুগ্ম সম্পাদক শেখ সাইদুল ইসলাম, চিফ সার্জেন্ট আমিনুল ইসলাম শাওন, সার্জেন্ট তাসিন জামান, সদস্য তৌহিদুল ইসলাম লাবলু, সদস্য হাসিবুর রহমান আলো, সদস্য নাজনিন রহমান অনন্যা প্রমুখ। উল্লেখ্য, ৯ ফেব্রæয়ারি ২০১৯ ঢাকা কমার্স কলেজ কনফারেন্স হল-এ আন্তর্জাতিক যুবসেবা সংগঠন ‘ইন্টার্যাক্ট ক্লাব অব মিরপুর’ এর চার্টার সেলিব্রেশন ও ১ম অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব কস্ট এন্ড একাউন্টস বাংলাদেশ এর প্রাক্তন সহসভাপতি রোটারি গভর্নর (রোটারি জেলা ৩২৮১ বাংলাদেশ) এএফএম আলমগীর এফসিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম ও অভিভাবক রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের সভাপতি মুহাম্মদ আলী। ২৮ অক্টোবর ২০১৮ ইন্টার্যাক্ট ক্লাব অব মিরপুর গঠিত হয় এবং ২৪ ডিসেম্বর ২০১৮ ক্লাবটি রোটারি আন্তর্জাতিক এর চার্টার লাভ করে। ইন্টার্যাক্ট ক্লাব ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের বৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন। ১৯৬২ সালে আমেরিকার মেলবোর্ন রোটারি ক্লাবের অভিভাবকত্বে মেলবোর্ন হাই স্কুলের ২৩ জন শিক্ষার্থীকে নিয়ে গঠিত হয় বিশ্বের প্রথম ইন্টার্যাক্ট ক্লাব। বর্তমানে বিশ্বের ১৫৯টি দেশে ২০ হাজার ৩শ ৭২টি ইন্টার্যাক্ট ক্লাবে প্রায় ৪ লক্ষ ৬৯ হাজার জন ইন্টার্যাক্টর রয়েছে।